Wellcome to National Portal
সড়ক ও জনপথ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০২৩

প্রধান প্রকৌশলী

সৈয়দ মঈনুল হাসান

প্রধান প্রকৌশলী

সড়ক ও জনপথ অধিদপ্তর


সৈয়দ মঈনুল হাসান ৩১ ডিসেম্বর ১৯৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে। তাঁর পিতা সৈয়দ সিদ্দিক আলী এবং মাতা শাহিদা সিদ্দিক। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৮৭ সালে এস.এস.সি এবং ১৯৮৯ সালে এইচ.এস.সি. পাশ করেন। উভয় পরীক্ষাতেই তিনি সাফল্যের সাথে মেধা তালিকায় স্থান লাভ করেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বি.এস.সি. ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চতর শিক্ষার অংশ হিসেবে ২০০২ সালে University of Derby, UK থেকে Computing Networks এ M.Sc. এবং ২০০৮ সালে National Institute of Development Administration (NIDA), Thailand থেকে Finance এ Major সহ MBA অর্জন করেন।

 

সৈয়দ মঈনুল হাসান ২৫ জানুয়ারী ১৯৯৯ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন এবং বিভিন্ন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি সেতু পিরিয়ডিক মেইন্টেনেন্স; এইচডিএম, অপারেশন ডিভিশন; এমআইএস এন্ড এস্টেট সার্কেলে এবং উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে তিনি এইচডিএম অপারেশন বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তীতে পদন্নোতিপ্রাপ্ত হয়ে তিনি নির্বাহী প্রকৌশলী হিসাবে মাঠ পর্যায়ে হবিগঞ্জ সড়ক বিভাগে দায়িত্ব পালন করেন।

 

এছাড়াও তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বিভিন্ন সময়ে বাস্তবায়িত প্রকল্পের মধ্যে Jamuna Bridge Access Road প্রকল্পের Assistant Project Manager হিসেবে এবং Matarbari Ultra Super Critical Coal-Fired Power প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সৈয়দ মঈনুল হাসান ময়মনসিংহ জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে দুরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্ল্যানিং এন্ড মেইন্টেনেন্স উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৩ সালে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।

 

এছাড়াও বিভিন্ন সময়ে সৈয়দ মঈনুল হাসান দেশে এবং বিদেশে বিভিন্ন পদে ডেপুটেশনে কর্মরত ছিলেন। তিনি Dhaka Transport Co-ordination Authority (DTCA) এ Transport Planner পদে, Ministry of Foreign Affairs এর Director পদে এবং বাংলাদেশ দূতাবাসের রোম অফিসে কাউন্সিলর পদে কর্মরত ছিলেন।

 

সরকারি কাজের অংশ হিসাবে তিনি দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

তিনি বর্তমানে ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় কাউন্সিল এর একজন সম্মানিত সদস্য। ইতোপূর্বে তিনি সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

 

ব্যক্তিগত জীবনে সৈয়দ মঈনুল হাসান দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী ফেরদৌসি শাহরিয়ার বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সদস্য এবং বর্তমানে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে কর্মরত আছেন।

 

সৈয়দ মঈনুল হাসান ২ জুলাই ২০২৩ তারিখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিযুক্ত হন।