Wellcome to National Portal
সড়ক ও জনপথ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৪

ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং

ম্যানেজমেন্ট সার্ভিসেস উইংএর কার্যক্রম নিম্নরূপ-

১) সওজ অধীদপ্তরের জনসম্পদ সিস্টেম বিকাশ ও বাস্তবায়ন

২) কর্মকর্তাগণের ডাটাবেস হালনাগাদকরণ

৩) সওজ অধীদপ্তরের প্রতিটি পোস্টের জন্য অনুমোদিত দায়িত্ব সনদ প্রণয়ন এবং পর্যালোচনা

৪) বিশেষজ্ঞ সম্পদ বিকাশ প্রয়োজনীয়তা বিবেচনা করে সওজ অধীদপ্তরের মধ্যে একটি কার্যকর স্থানান্তর এবং পোস্টিং সিস্টেম স্থাপন ও পরিচালনা

৫) গুরুত্তপূর্ণ স্থাপনা এবং সওজ অধীদপ্তরের বিভিন্ন অফিসের নিরাপত্তা রক্ষার্থে নিরাপত্তা ,জনশক্তি ব্যবহার ও ব্যবস্থাপনা

৬) সওজ সদর এর মধ্যে এমআইএস নেটওয়ার্ক ওজোন , সার্কেল, বিভাগ ও উপ-বিভাগ এর মধ্যে সরলীকৃত নেটওয়ার্ক স্থাপন এবং হালনাগাদকরণ

৭) সকল এমআইএস কার্যক্রম পরিচালনা

৮) সকল হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার পরিচালনা ও অধীদপ্তরের সকল কম্পিউটার সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ

৯) অ্যাকাউন্টিং তথ্য একত্রীকরণ ও বিশ্লেষণ এবং বাজেট ও অ্যাকাউন্টিং পদ্ধতি পুরো সওজ অধীদপ্তরে নিশ্চিতকরণ

১০ ) প্রয়োজনীয় বাজেট ও অ্যাকাউন্টিং পদ্ধতি হালনাগাদকরণ ও সংশোধন

১১) যোগাযোগ মন্ত্রণালয়ের চীফ একাউন্টস অফিসার এর সঙ্গে সমন্বয় সাধন

১২ ) সওজ অধীদপ্তরের জন্য বার্ষিক প্রশিক্ষণ অ্যাসেসমেন্ট সার্ভে সঞ্চালন

১৩) সওজ অধীদপ্তরের সব কর্মীদের জন্য CDP এবং অন্যান্য কোর্স সঞ্চালন

১৪) স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ কোর্স এর ব্যাবস্থাকরণ

১৫) সওজ অধীদপ্তরের কর্মীদের জন্য বিভিন্ন সেমিনার ,সম্মেলন , কর্মশালা ব্যবস্থাকরণ

১৬) সালিসি এবং শাসন সমস্যা,জমি অধিগ্রহণ , ভূমি রেকর্ড, অনধিকার প্রবেশকারী , মোকদ্দমা ইত্যাদি সংক্রান্ত আইনি বিষয় আইন কর্মকর্তা কর্তৃক সুরাহাকরণ

১৭) সওজ অধীদপ্তরের সকল অফিস প্রাঙ্গন এবং ভূমির (সড়ক রিজার্ভ এর জমি বাদে) সর্বোত্তম ব্যবহার , রক্ষণাবেক্ষণ, বিক্রয়,অর্জন ও পরিচালনা