Wellcome to National Portal
সড়ক ও জনপথ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৪

পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইং

পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইং এর কার্যক্রম নিম্নরূপ -

১) RMMS এ অন্তর্ভুক্ত সম্পূর্ণ নেটওয়ার্কের তথ্যসমূহ সংগ্রহ,পর্যায়ক্রমে সাজানো, পর্যালোচনা এবং পরিবীক্ষণ

২) পরিকল্পনা প্রক্রিয়ায় অর্থনৈতিক বা অন্যান্য বিশ্লেষণে প্রয়োজনীয় অতিরিক্ত জরিপ চালানো

৩) আর্থিক ও অন্যান্য সম্পদ এর সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করার জন্য রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং উন্নয়ন প্রোগ্রামের বিশ্লেষণের জন্য HdM -4 প্রয়োগ

৪) যোগাযোগ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের পরিকল্পনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিদেশী সাহায্য প্রকল্প সহ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের বার্ষিক ও বহু-বছরের কার্যক্রম গ্রহণ

৫) অর্থনৈতিক অপ্টিমাইজেশান উপর ভিত্তি করে যোগাযোগ মন্ত্রণালয় , অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনকে ভবিষ্যতে বিনিয়োগের বিভিন্ন ধরণের নির্দেশনা প্রদান

৬) প্রস্তাবিত নির্মাণ এর পরিবেশগত,বাস্তুগত, জলানুষন্ধান বিদ্যাভিত্তিক এবং সামাজিক প্রভাব পর্যালোচনা পুর্বক নেটওয়ার্কের ভবিষ্যত সম্প্রসারণ এর জন্য সুপারিশ প্রস্তুতকরণ

৭) RMMS এবং HdM -4 বিশ্লেষণ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে PCPs , PPS এবং Tapps প্রস্তুতকরণ

৮) রাজস্ব ও এডিপিসহ বিদেশী সাহায্য প্রকল্পের জন্য পর্যবেক্ষণ সিস্টেম বজায় রাখা

৯)বার্ষিক রক্ষণাবেক্ষণ প্রোগ্রাম প্যাকেজ আকারে তৈরী করা, বড় মাপের রক্ষণাবেক্ষণ কাজ এবং এই কাজের কার্যকর নজরদারি জন্য ঠিকাদার এবং পরামর্শক রাজী করান

১০)বিভিন্ন সার্কেল ও ডিভিশন অফিসের কাজ ও সেবাজনিত ক্রয়কার্যে যথাঃ জরিপ, পর্যবেক্ষন ও নির্মাণ, নিয়মিত এবং পর্যায়বৃত্ত রক্ষণাবেক্ষণ, উন্নয়ন কাজ এবং নতুন নির্মাণ এর জন্য সহায়তা প্রদান

১১)অর্ধ বার্ষীক অগ্রগতির পর্যালোচনার কার্যভার গ্রহণ এবং যথাযথ হলে সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করার জন্য তহবিলের পুনরায় বরাদ্দ প্রস্তুতকরণ

১২) গ্রাহকদের সম্ভাব্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করণের লক্ষ্যে উইং এর সব সার্কেলের মধ্যে উন্নয়ন কাজের জন্য একটি সমন্বিত পদ্ধতির বিকাশ

১৩) প্রকৃত কর্মক্ষম চাহিদার উপর ভিত্তি করে উল্লিখিত উদ্দেশ্য পূরণে উইং এর অপারেশন জন্য বাজেটে নির্দিষ্ট পর্যাপ্ত তহবিল স্থাপন

১৪) একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণের জন্য বর্ধিত তহবিল স্থাপন